Book Description

গণিতের দুটি শাখা আছে: বিশুদ্ধ গণিত (Pure Maths) এবং ব্যবহারিক গণিত (Applied Maths)। প্রথমটির মাধ্যমে আমরা গণিতের নিয়ম-কানুন, সমীকরণ ইত্যাদি শিখে থাকিও এর দ্বারা বিজ্ঞানের বিভিন্ন থিওরি প্রমাণ করি। দ্বিতীয়টির মাধ্যমে ওসব গাণিতিক থিওরি প্রযৌক্তিক ডিজাইনে কাজে লাগাই। সুতরাং বুঝাই যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে গণিতের ব্যবহার অপরিহার্য। এই গ্রন্থে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উপযোগী ব্যবহারিক গণিতের ওপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আশারাখি শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ গণিত পাঠকরা এ বই থেকে উপকৃত হবেন। আমার সকল লেখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ। সুতরাং সবাই দু’আ করবেন- এরূপ আরো কিছু লেখা যাতে প্রকাশ করতে সক্ষম হই।