Chupi Chupi Asche by Sayantani Putatunda pdf
বত্রিশ বছর আগে কলকাতা শহরকে কাঁপিয়ে দিয়েছিল এক সিরিয়াল কিলার। জবরদস্ত রকমের পুরুষালি পাঁচটি বলবানকে হত্যা করার পর সে হাত বাড়িয়েছিল আরও বড়ো শিকারের দিকে। তার পরবর্তী চারজন শিকার ছিলেন চার ইনভেস্টিগেটিং অফিসার! মানুষগুলোকে শুধু খুনই করা হয়নি। তাদের মুন্ডুর জায়গায় একটা করে ওলটানো হাঁড়ি বসিয়ে, তার গায়ে 'গেস হু' লিখে গোটা ব্যবস্থা নিয়েই একটা প্রকাণ্ড রসিকতা করেছিল সেই খুনি। তবে ন'নম্বর হত্যার পর আপাতদৃষ্টিতে খুনি ধরা পড়েছিল। আপাতদৃষ্টিতে, কারণ বত্রিশ বছর পর আদালত বলেছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মানুষটির বিরুদ্ধে সব প্রমাণই ছিল সারকামস্ট্যানশিয়াল। ফলে নতুন করে খুলেছে সেই হত্যারহস্যের ফাইল। নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে 'সর্বনাশিনী' কাণ্ডের পর সি.আই.ডি-র কোহিনূর হয়ে ওঠা অফিসারকেই। অধিরাজ ব্যানার্জি!