Book Description

সুনিল গঙ্গোপাধ্যায়ের সেই সময় একটি ঐতিহাসিক জনপ্রিয় বাংলা উপন্যাস যা সুনিল গঙ্গোপাধ্যায় লিখেছেন। প্রথম বইটি 1991 সালে প্রকাশিত হয়। প্রথমে বইটি ম্যাগাজিনে ধারাবাহিকভাবে এবং তারপর বুকে প্রকাশিত হয়। বইটি 1983 সালে বঙ্কিম পুরস্কার লাভ করে এবং 1985 সালে একাডেমী পুরস্কার লাভ করে। সংস্কারক, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরসহ বহু ঐতিহাসিক ব্যক্তিত্বের উপন্যাসের উপন্যাসের গল্প।