Book Description

সৌরজগতটাকে ভেঙ্গে গুঁড়িয়ে ফেলতে আসছে দানবীয় এক নিউট্রন তারা; রোউগ ম্যাগনেটার। পৃথিবী ধ্বংসের সম্ভাবনা নিশ্চিত জেনেই মাত্র তিনশত নভোচারীকে কৌশলে সৌরজগতের বাহিরে পাঠানোর মিশন গ্রহন করেছে দ্য আর্থ অ্যাডমিনিস্ট্রেশন। ডার্ক ওয়েব থেকে এ সম্পর্কিত নিগূঢ় গোয়েন্দা তথ্য ফাঁস হওয়া মাত্রই আলোড়ন সৃষ্টি হল সারা পৃথিবী জুড়ে। নিজেদের জীবন বাজি রেখে সৌরজগতের বাহিরে মানুষ পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠল একদল বিজ্ঞানী। সব প্রতিকূলতা উপেক্ষা করে শুরু হল তাদের এক দুর্ধর্ষ অভিযান।